লক্ষ্মীপুর প্রতিনিধি:স্কুল ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে উদ্বোধন হলো লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর মডেল আলিম মাদরাসা।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে শহরের দক্ষিণ মজুপুর এলাকায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস এর সামনে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ তারেক বিন রশিদ পিপিএম।
মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ ও আলিম মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার,বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য জাহিদুল ইসলাম বিপ্লব সহ আরো অনেকে। উদ্বোধন শেষে অতিথিরা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত বাহারী পিঠা মেলা পরিদর্শন করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর মডেল আলিম মাদ্রাসার সহসভাপতি আব্দুল আজিম শাকিল,পরিচালক সালমা মোনায়েম, অধ্যক্ষ ও সদস্য সচিব আ,ন,ম,নোমান, পরিচালক আ,স,ম,সায়েম, পরিচালক, ওবায়দুল কাদের বেল্লাল, পরিচালক, রিপন আমেদসহ প্রমুখ। এসময় বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলা ও শরীর চর্চার ব্যবস্থার রাখার জন্য প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭