ফরহাদ হোসাইন (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালনাধীন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। দিবসটির স্লোগান ছিল সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। শোভাযাত্রা শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবামূলক ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন- জনাব সুরাইয়া জাহান, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর, মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর, নজরুল ইসলাম পাটওয়ারী, জেলা সমাজসেবা কর্মকর্তা, লক্ষ্মীপুর, শরীফ হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার, লিটন চন্দ্র, লক্ষ্মীপুর শহর সমাজসেবা অফিসার, মনোয়ার হোসেন, ফিল্ড অফিসার, সমাজসেবা অফিস, লক্ষ্মীপুর ও অন্যান্য ভাতাভোগীবৃন্দ। উক্ত সমাজসেবা দিবসে অনুষ্ঠিত হয় ফ্রি হেলথ ক্যাম্প, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ও প্রেসার মাপা কর্মসূচি, বিনা মূল্যে ডায়াবেটিকস পরীক্ষা। জেলা সমাজসেবা কর্মকর্তা জনাব নজরুল ইসলাম পাটওয়ারী বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের অন্ধদের জন্য হাফেজী মাদরাসা ও বিভিন্ন শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং অন্ধ প্রতিবন্ধী, বধির প্রতিবন্ধী, শ্রবনপ্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় ইত্যাদি প্রতিবন্ধীকে বিভিন্ন ভাতা প্রদান করে থাকেন। তাঁর দাবী দেশে ৫০ (পঞ্চাশোর্ধ্ব) হিজড়াদেরকে ভাতা প্রদান করা হয়। কিন্তু আমরা সাধারণত পঞ্চাশোর্ধ্ব হিজড়া প্রতিবন্ধী খুজে পাচ্ছিনা, তাই হিজড়া ভাতার টাকা ফেরত দিতে হয়। এজন্য যদি সরকার হিজড়া সম্প্রদায়ের জন্য কোন বয়সসীমা নির্ধারন না করে সকল হিজড়াদেরকে ভাতা প্রদান করে থাকেন তাহলে আমরা আর ভাতা গুলো ফেরত দিতে হতো না, সকল হিজড়া সম্প্রদায়গণ ভাতা পেত। তিনি আরো বলেন, এলাকার প্রতিবন্ধী যারা সুবিধাবঞ্চিত রয়েছে তাদেরকে আপনারা সমাজসেবা অফিসে নিয়ে আসতে পারেন, প্রয়োজনে আমাদের হট লাইন (1098) আছে সেখানে আলাপ করতে পারেন। আলোচনা সভা শুরু আগে জাতীয় সংগীত পরিবেশন করেন অন্ধ প্রতিবন্ধী বোরহান উদ্দিন ও তার দল এবং সভা শেষে বিভিন্ন গান, নাচ এর মধ্য দিয়ে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয়।