ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদরে ৬নং বাঙ্গাখা ইউনিয়নের হোগলডহরী গ্রামে আলমগীর ও মানিক মিলে ফসলী জমিন থেকে দফা দফায় বালু উত্তোলন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে আলমগীর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের লিডার। গোপন সংবাদ পেয়ে সাংবাদিকদের যাওয়া হয় ঘটনার স্থলে বালু উত্তোলন কারী আলমগীরের নিকট। আলমগীর সাংবাদিক দেখা মাত্র ৫'শ থেকে ১ হাজার টাকার বিনিময়ে ম্যানেজ করে চলছে আলমগীরের বালু উত্তোলন। আলমগীর নিজেকে ইউনিয়ন দলীয় আওয়ামী লীগের নেতা হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচয় দিয়ে ভূমিদস্যুর পদ বেঁচে নিয়েছেন। এখন বলতে গেলে তার পেশায় হচ্ছে বালু উত্তোলন। উক্ত স্থানে বালু উত্তোলনের ব্যাপারে গোপন সুত্রে সংবাদ পেয়ে দৈনিক ভোরের খবর প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে দেখেন বালু উত্তোলনের ঘটনা সত্য। সেখানে গিয়ে দুইজন কর্মচারী কে দেখতে পাই তারা। পরে তাদের সঙ্গে কথা বলে জানা যায় বালু উত্তোলনকারী হলেন আলমগীর ও সঙ্গে সহযোগী মালিক সহ আরো কয়েকজন মিলে এই বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে। কর্মচারীদের নাম জিজ্ঞেস করিলে তাদের নাম না বলে বালুর মালিকের সঙ্গে জড়িত আরো একজন সরকারী তহসীলদার মনির হোসেন নামের এক ব্যাক্তির নাম বলেন।
এ ব্যাপারে আলমগীরের সঙ্গে যোগাযোগ করতে বলেন কর্মচারীরা। বালু উত্তোলনকারী আলমগীরের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করেন আপনার অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা এসিল্যান্ডকে অবগত করা হয়েছে কি-না? আলমগীর সংবাদ দাতাদের প্রশ্নের জবাবে বলেন, আমার জমি থেকে আমি বালু উত্তোলন করমু, এতে অনুমতির প্রয়োজন আছে বলে আমার জানা নেই এবং প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
তবে আলমগীরের ব্যাপারে আরো খোঁজ নিয়ে জানা গেছে সেই জমির আসল মালিক নয়। মালিক হচ্ছে আবু সিদ্দিক নামের এক ব্যাক্তির। তিনি টাকার বিনিময়ে বালুর ফুট ২ টাকা করে কিনে এখন সেই বালু বিভিন্ন জায়গায় বিক্রি করেন ফুট ১৪ থেকে ১৮ টাকার মূল্যে। তবে আলমগীরের ভয়ে চতুর দিকে জমির মাকিলরা ও আশেপাশের এলাকার মানুষ কেউ মুখ খুলছেন না। বালু উত্তোলনকারীরা হলেন, আলমগীর হোসেন হাজী আব্দুল হাসেম ব্যাপারী বাড়ীর স্থায়ী বাসিন্দা, পিতা অজ্ঞাত। মানিক দুলা হাজী বাড়ীর বাবুলের ছেলে মানিক। জমির প্রকৃত মালিক হাজী আব্দুল হাসেম ব্যাপারী বাড়ীর মৃত নুর মোহাম্মদ এর ছেলে আবু সিদ্দিক।
এলাকার স্থানীয় জনগণদের অভিযোগ সাংবাদিক পুলিশ সবাই অপরাধীদের পক্ষে, জনগণের পক্ষে নয়। না হলে কি করে সম্ভব হচ্ছে এখন দ্বাদশ জাতীয় নির্বাচন মুখি এই সময় সুযোগ পেয়ে এলাকার মানুষ কে হুমকির মুখে রেখে বালু উত্তোলন করছে। আমরা প্রশাসনের কাছে দয়া ও প্রার্থনা করছি। জোর দাবী জানাচ্ছি জরুরী ভিত্তিতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭