টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জ ভুয়া ডিগ্রি ব্যবহার করে চেম্বার করায় এক চিকিৎসককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভুয়া ডিগ্রি ব্যবহারের অপরাধে মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, ডা. আবদুস সালাম হাওলাদার বিসিএস (স্বাস্থ্য) ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি ব্যবহার করেছেন, যাহার কাগজপত্র দেখাতে পারেননি। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজারে ইসলামী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে চেম্বারের সময় তাকে সনাক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ডা. আবদুস সালাম হাওলাদার ভুয়া পদবি ব্যবহার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭