মুন্সিগঞ্জে প্রতিনিধি ৷৷ মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় ডক্টরস হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামের একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলা রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় দায়িত্ব পালনে অবহেলায় দায়ী চিকিৎসক মোঃ নাসির উদ্দিন মিয়ার এ্যানেসথেসিয়া বিষয়ক বন্ধের কার্যক্রমের নির্দেশ দিয়েছে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। সোমবার(২২জানুয়ারী) সিভিল সার্জন মোঃ মনজুরুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টঙ্গীবাড়ী উপজেলার সকল ক্লিনিক-হাসপাতালকে এ নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮জানুয়ারী উপজেলার বালিগাও বাজারে অবস্থিত ডক্টরস হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে প্রসুতি রোগী রোকসানা(২৫) সিজারীয়ান অপারেশনের পর মৃত্যুবরণ করে, যেখানে অনেকাংশে চিকিৎসক ডাঃ মোঃ নাসির উদ্দিন মিয়ার দায়িত্বে অবহেলা ছিলো। এছাড়াও চিকিৎসক নাছির উদ্দিন বিগত দিনে কার্যক্রমেও অনাকংখিত ঘটনার সূত্রপাত হয়েছে বলেন সিভিল সার্জন অবহিত হয়েছে। এ অবস্থায় চিকিৎসক মোঃ নাসির উদ্দিন মিয়ার দ্বারা টঙ্গীবাড়ী উপজেলা ক্লিনিক ও হাসপাতালে কোনরুপ এ্যানেসথেসিয়া বিষয়ক কার্যক্রম পরিচালনা না করার অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিদেশনা অমান্যের প্রমাণ পাওয়া গেলে এবং কোনরুপ অনাকংখিত ঘটনার উদ্ভব হলে সম্পূর্ন দায় দায়িত্ব ক্লিনিক/হাসপাতাল মালিককে বহন করতে হবে।বিজ্ঞপ্তিটির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) , মুন্সিগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।প্রসঙ্গত, ১৮ই জানুয়ারী প্রসুতি ওই রোগী মৃত্যুর ঘটনা ঘটে। রোগীর স্বজনদের অভিযোগ সিজারিয়ান অপারেশনে গাইনী চিকিৎসক ফারজানা আকতার আইরিন ও নাসির উদ্দিন মিয়া সে সিজারিয়ান অপারেশনে অংশনেয়। অপারেশনের পরই প্রসুতির মৃত্যু হয়। এঘটনার এর আগে বালিগাঁও বাজারে অবস্থিত ডক্টরস হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এ্যানেসথেসিয়া কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস।