ঢাকাশুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪

ভোরের খবরের প্রতিনিধির উপর হামলা,তদন্ত করে বিচারের দাবি


জানুয়ারি ২৬, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের খবর পত্রিকার অফিশিয়াল স্টাফ রিপোর্টার মিয়া মোঃ রাজিবুল ইসলামের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহ:স্প্রতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিনিধি সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের পাশেই সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি৷ এ সময় পেছন থেকে অতর্কিত হামলা চালায় অপরিচিত ৬-৭জন ব্যক্তি। তাদের মধ্যে সকলেই প্রায় উঠতি বয়সী। হামলা চালিয়ে তার নিকট থাকা মানিব্যাগ, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তার উপর এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়।স্থানীয়রা বলছেন, প্রতিনিয়ত মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের আশেপাশের নদীর ধারের ব্রীজ সংলগ্ন রাত হলেই ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যায়। অনেক মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র খোয়াতে হয় এই ছিনতাইকারীদের কবলে পরে। প্রশাসন দেখেও যেন না দেখার বান করে থাকে। এ বিষয়ে মোহাম্মদপুর থানা থেকে ফোনকলে কোন অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সহ আশেপাশের এলাকাতে এমন ছিনতাইকারী ও মাদকাসক্তদের আনাগোনা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।