পাবনা প্রতিনিধি :জাতীয় শিক্ষক ফোরাম পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে আজ (২৫ জানুয়ারী-২৪) বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকা হতে পাবনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাবের স্ব পদে বহাল রাখার দাবিতে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরামের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি জননেতা সহঃ অধ্যাপক মোঃ আরিফ বিল্লাহ, জাতীয় শিক্ষক ফোরাম পাবনা পশ্চিম জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মো: আবু বক্কার সিদ্দিক, মুফতী মুক্তাদির হোসেন মারুফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন হোসেন এবং জাতীয় শিক্ষক ফোরাম পাবনা পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক প্রমুখ।