মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : তেঁতুলিয়া থানা কর্তৃক পাঁচ বছর ধরে পলাতক ২০ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নারায়ণগঞ্জ হতে গ্রেফতার।পঞ্চগড় জেলার ১০ টি সিআর মামলা এবং ঠাকুরগাঁও জেলার ০৭ টি সিআর ও ০৩ টি জিআর মোট ২০ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক আসামী মো: মোকছেদুল ইসলাম ওরফে রিপন (২৭), পিতা- মো: শফিকুল ইসলাম ওরফে সফিউল, সাং- খেরকিডাঙ্গী (ফকিরপাড়া), ডাকঘর- মাঝিপাড়া, থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়কে তেঁতুলিয়া মডেল থানা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। পঞ্চগড় জেলার মাননীয় পুলিশ সুপার জনাব, এসএম সিরাজুল হুদা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস ( ক্রাইম এন্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব মো: আমিরুল্লা মহোদয় গণের সার্বিক দিকনির্দেশনায় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সুজয় কুমার রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আরমান আলী স্যারদ্বয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমি এস আই তপন কুমার রায় সঙ্গীয় এএসআই পলাশ চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সসহ ২০ টি ওয়ারেন্টভুক্ত দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক আসামী মোকছেদুল ইসলাম রিপনের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় নির্ণয় পূর্বক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজি এলাকা হতে গ্রেফতার করি। অদ্য ইং ২৫/০১/২৪ তারিখ ধৃত আসামী সহ তেঁতুলিয়া থানায় পৌছে আসামীকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় থানা হাজতে রাখা হইলো। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।