স্বপন রবি দাশ,জেলা প্রতিনিধি হবিগঞ্জ:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-০১(নবীগঞ্জ -বাহুবল) আসনে নবনির্বাচিত আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ রবি দাশ সৎসঙ্গ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রধান করা হয়।সোমবার(২২জানুয়ারি) বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ফুলেল শুভেচছা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর হক চৌধুরী সেলিম,নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম রায়,ও নবীগঞ্জ রবি দাশ সৎ সঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিজয় রবি দাশ, সাধারণ সম্পাদক স্বপন রবি দাশ, সহ সভাপতি হরিলাল রবি দাশ,খোকন রবি দাশ, সুমন রবি দাশ,মনা রবি দাশ,মহেশ রবি দাশ,গনেশ রবি দাশ,কাকুন রবি দাশ প্রমুখ।
নবনির্বাচিত এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আশ্বাস দিয়ে বলেন, একের জন্য আসবেন না দশের জন্য আসবেন।কোন অপরাজনীতি নয়, সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭