ঢাকামঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ খবর

দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হল জাতীয় সমাজসেবা দিবস


জানুয়ারি ২, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো: লুৎফর রহমান স্টাফ রিপোর্টার :মানিকগঞ্জের সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় সমাজসেবা দিবস।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ও রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সমাজসেবা দিবসে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল হোসেন, আইসিটি কর্মকর্তা রণজিৎ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সহকারী সমাজসেবা অফিসার মোঃ মাসুদুর রহমান,সমাজসেবক নুরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমাজসেবার মান উন্নয়ন করেছেন এবং এই দপ্তরকে সুসংগঠিত করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য অসহায় মানুষকে চিকিৎসার টাকা , প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।