টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন টংগিবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থা'র ৩০০০ ব্যাগ রক্তদান সম্পন্ন হয়েছে। সংস্থাটি করোনা কালীন সময়ে ২০২০ সালের জুন মাসে পথচলা শুরু করে। তৎকালীন সময় থেকে অসুস্থ রোগীর জন্য বিনামূল্যে রক্তদানের ব্যবস্থা করে আসছে সংগঠনটি। গ্রামীণ জনপদে অনেক সময় সিজারিয়ান রোগীদের জন্য রক্ত জোগাড় করা যেখানে কষ্টসাধ্য ব্যাপার সেখানে সংগঠনটির সদস্যরা মুহুর্তের মধ্যেই রোগীদের জন্য বিনামূল্যে রক্তের জোগান দিয়ে থাকেন। পথচলার এই সময়ে সংগঠনটির ৩০০০ ব্যাগ রক্তদান সম্পন্ন হওয়ায় খুশি সংগঠনের সদস্যরা। আজ (৮ই জানুয়ারি) সোমবার রাত ৯:৩০ মিনিটে মুন্সিগঞ্জ সততা ক্লিনিকে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান (A+) ব্লাড গ্রুপের এক সিজারি রোগীকে রক্তদানের মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করে সংগঠনটি।সংগঠনটির সাধারণ সম্পাদক মো:রাহাত জানান,যতদিন সম্ভব আমাদের সংগঠন মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে রক্তদানের পাশাপাশি অন্যান্য সেবামূলক কাজ করে যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭