ঢাকাশুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪

কোটচাঁদপুরে পানের বরজ থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার


জানুয়ারি ২৬, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পানের বরজ থেকে সালমা খাতুন (২৭) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।(২৬শে-জানুয়ারি)শুক্রবার দুপুরের দিকে গুড়পাড়া গ্রামের বিশ্বাস পাড়ার নিহতের স্বামীর পানের বরজ থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।দুই সন্তানের জননী নিহত সালমা ওই গ্রামের কৃষক তরিকুল ইসলামের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সালমা নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ি থেকে দেড়শ গজ দূরে তরিকুলের পানের বরজে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে।খবর পেয়ে পুলিশ পানের বরজ থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের সংঘটিত হতে পারে। হত্যাকারীরা তাকে ধর্ষণের পর তার ডান কান ও নাক কেটে মৃতদেহের পাশে একটি কিটনাশকের বোতল ফেলে রেখে যায়।কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এ.এস.আই মাহমুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল থেকে বিকাল ৪টার দিকে মৃতদেহ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল তার আপন দুই ভাই নাজির ও তোরাবসহ ৫ জনকে আটক করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।