বিনোদন ডেস্কঃ 'বাংলার ২৪ ঘন্টা ' এই স্লোগান নিয়ে শুরু হলো নতুন গণমাধ্যম "চ্যানেল বাংলা'র পথচলা। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অনুষ্ঠানে টেলিভিশনটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়।শুক্রবার কেক কেটে, সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে টেলিভিশনের লোগো উন্মোচন করা হয়। দেশের ৪০তম টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করল "চ্যানেল বাংলা" । এই টেলিভিশন দেশের বিজয়, ঐতিহ্য, সংস্কৃতি ও কীর্তিগাথাকে তুলে ধরবে বলে জানালেন চ্যানেল বাংলা'র কর্মকর্তারা। চ্যানেল বাংলা বাংলাদেশ থেকে সম্প্রচারিত উপগ্রহভিত্তিক টেলিভিশন চ্যানেল। বিনোদনের পাশাপাশি সংবাদ প্রচার করবে এই বেসরকারি টেলিভিশনটি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭