সাগর আহম্মেদ: বাংলাদেশে প্রাথমিকভাবে সকল প্রাইমারি স্কুলে জানুয়ারিতে বই বিতরণ করেন বাংলাদেশ সরকার। দীর্ঘদিন যাবত পরীক্ষা দিয়ে সাফল্য অর্জন করে সকলেই চায় নতুন বছরের বইটি একটু খুলে দেখতে।নতুন বইয়ের আনন্দ সারা ফেলেছে বাংলার শিশুদের মধ্যে। সাথে সাথে স্কুলে যাওয়ার আগ্রহটাও কিছুতেই কমতি নয়। এভাবে প্রায় অসংখ্য জায়গায় মিলেছে বই বিতরণের আনন্দ।যারা দীর্ঘদিন স্কুলে আসেনি তাদের মধ্যেও মিলেছে স্কুলে যাওয়ার আনন্দ। এসব শিশু ছাত্র ছাত্রীদের অবিভাবকের বক্তব্যে ফুটে উটেছে, এসব আনন্দের মুখ্য ভুমিকা রাখছে ক্লাস শিক্ষক।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না। সে কারণে প্রাথমিকের বই উৎসব করতে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। আর শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী নির্বাচনে অংশ নিচ্ছেন। সে কারণে শিক্ষা মন্ত্রণালয়কে কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালনের অনুমোদন দেওয়া হয়নি। সে কারণে কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করা হবে না। তবে জেলা ও উপজেলা প্রশাসন প্রতীকীভাবে বই উৎসব পালন করবে।