রুবেল শেখ -পাবনা প্রতিনিধি :ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার আয়োজনে আজ (২৫ জানুয়ারী-২০২৪ ইং) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে জেলা সম্মেলন-২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত জেলা সম্মেলন-২৪ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি এইচ এম ওমর ফারুক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল করীম জুয়েল-এর সঞ্চালোনায় পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ ও কল্যান সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার।
উক্ত পোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি সহঃ অধ্যাপক মোঃ আরিফ বিল্লাহ, সহ-সভাপতি, মাওলানা আবু বক্কার সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি, যুব নেতা আব্দুল মোমিন হোসেন এবং দ্বীনি সংগঠন পাবনা পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মুক্তাদির হোসেন মারুফ।
উক্ত সম্মেলনে কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
২০২৪ সেশনের নতুন কমিটির সভাপতি: মো: আনাস উল্লাহ আল আমিন, সহ-সভাপতি: ফরিদুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক: মো: সিয়াম হোসেন।