ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যে সুমন মিয়ার


ডিসেম্বর ১৬, ২০২৩ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদঃ  গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহ¯পতিবার সকালে গাইবান্ধা-সাঘাটা সড়কের বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া গাইবান্ধা সদর থানার গাড়ি চালক ছিলেন। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় সকালে সুমন মিয়া মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন। এসময় পুলিশ লাইনস বোর্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন সুমন মিয়া। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন প্রকার মামলার খবর পাওয়া যায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।