আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর : বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর কমলনগর ব্জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমলনগর উপজেলা কমিটির সদস্য সচিব কমরেড মো:ফিরোজ আলম এর সঞ্চালনায় সভায় জেলা বাসদের সভাপতি কমরেড এম এ মজিদের সভাপতিত্বে বক্তাগন বলেন,সাম্প্রদায়িক অপশক্তির বিরুব্দে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।শ্রমিক শ্রেনীর সংগ্রাম ছাড়া কোন দেশ রাষ্ট ক্ষমতায় যেতে পারে না।পুজীবাদী,শোষক শ্রেনী ও বৈষম্যের বিরুব্দে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং পুজীবাদী ব্যবস্হার পরিবর্তন করতে হবে। এ ছাড়া গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই জোরদার, সাইবার এ্যাক্ট করে করে শ্রমিকের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহব্বান জানান।০৩ ডিসেম্বর-২০২৩ (রবি)বার কমলনগর চর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিকাল ০৩ টায় বাসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কমরেড নিখিল দাস(সদস্য,কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা সদস্য সচিব কমরেড মিলন মন্ডল, কমলনগর উপজেলা কমিটির আহবায়ক কমরেড ইব্রাহীম খলিল ও বাসদের অন্যতম নেতা কমরেড দাউদ ইমতিয়াজ মাসুদ প্রমুখ।