ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

আজ দেবীগঞ্জ মুক্ত দিবস পালিত


ডিসেম্বর ১০, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : ১৯৭১ সালের ৯ই ডিসেম্বর এ দিনে থানা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব এ,কে ভুঁইয়া,টি ওয়াই সি কমান্ডার হুমায়ুন কবির,প্লাটুন কমান্ডার ফারুক সহ মোট ১৬০০ জন মুক্তিযোদ্ধার দলটি বর্তমান শালডাংগা ইউনিয়নের অমরখানা গ্রামে অবস্থান অবস্থায় মোট ৩ টি গ্রুপে ভাগ হয়ে একটি দল বোদা থানার দিকে,একটি দল চিলাহাটি হয়ে ডোমার এর দিকে অপরটি বিলাসি চৌধুরী হাট হয়ে দেবীগঞ্জ এর দিকে অগ্রসর হয়।প্রত্যেকটি দলই ফায়ার করে করে নিজেদের অবস্থান জানান দিয়ে অগ্রসর হচ্ছিল। ৯ ডিসেম্বর ১৯৭১ সালে ভোর ৬.০০টা থেকে ৬.৩০মিনিটে মিস্ত্রিপাড়া নিবাসী (প্রয়াত লেবার সর্দার শারিকের পিতা) জনাব আ: করিম বিলাসী চৌধুরী হাটে গিয়ে পাক মিলিটারিদের দেবীগঞ্জ হতে সরে যাওয়ার খবর পৌছান।ফলে মুক্তি যোদ্ধার এই দলটি ফায়ার অব্যাহত রেখে দেবীগন্জ অভিমুখে রওয়ানা দেয়।হানাদার বাহিনীও পাল্টা ফায়ার করতে করতে পিছু হটতে থাকে। সর্বশেষে মুক্তিবাহিনী বর্তমান উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরের উঁচু পাহাড়িতে অবস্থান গ্রহন করে ও ফায়ার করতে থাকে।দু পক্ষের গোলাগুলিতে দেবীগন্জ কৃষি ফার্মের ড্রাইভার জনৈক নওশাদের বাবা মারা যান। শত্রু বাহিনী পিছু হটে চিলাই গিয়ে সেখান থেকে মর্টার শেল ছুড়ে।দেবীগন্জ সদরের বিভিন্ন জায়গায় শেল পড়ে।এর মধ্যে একটি শেল পড়ে মরহুম বছির ডাক্তার সাহেবের বাসায়।পাক সৈন্যরা সৈয়দপুরের দিকে পালিয়ে যায়। মুক্তিবাহিনীরা বর্তমান আনছার ক্লাবের সামনে জড়ো হন এবং ৩১টি ফায়ার করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সেখানে মুক্তিযোদ্ধারা অনেকেই ছিলেন যাদের নাম সংগ্রহ করা যায়নি।তবে কোম্পানি কমান্ডার জনাব এ,কে ভুঁইয়ার সাথে ছিলেন জনাব সফিউল আলম প্রধান প্রয়াত প্রধান শিক্ষক।(বাবু-রাজুর পিতা) । পরবর্তী সময়কালে প্রায় ৫ মাস সময় জনাব এ, কে ভুঁইয়া দেবীগন্জ থানার দায়িত্বে ছিলেন। ১৯৭২ সালের সম্ভবত ২০এপ্রিল সৈয়দপুর সেনানিবাসে সকল মুক্তি যোদ্ধারা অস্ত্র জমা দেন। দেবীগন্জ মুক্ত হওয়ার মোটামুটি ৯ডিসেম্বরের সংগৃহীত ঘটনাবলি পরবর্তী প্রজন্মের জানার জন্য প্রকাশ করা হলো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।