ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩

কুয়েতস্ত বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন “


ডিসেম্বর ৩, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ফখরুল ইসলাম বিপ্লব, আন্তর্জাতিক প্রতিনিধিঃ বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত কর্তৃক আয়োজিত এসোসিয়েশন কাপ লীগ ফুটবল টুর্নামেন্ট ও চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্টের ফাইনাল এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কুয়েতের স্থানীয় সুররা স্টেডিয়ামে।টুর্নামেন্ট দুটির ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কুয়েতে বসবাসরত প্রবাসী দর্শক, সামাজিক ব্যক্তিবর্গ, ক্রিড়াপ্রেমিক, রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ।প্রথমে চ্যাম্পিয়ন্স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইয়ুথ স্পোটিং ক্লাব ২ – ১ গোলে সুন্দরবন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।এসোসিয়েশন কাপ লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ১ – ০ গোলের ব্যবধানে বিডি টাইগার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জালালাবাদ এসোসিয়েশন স্পোটিং ক্লাব কুয়েত।বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত’র সাধারণ সম্পাদক জনাব মোঃ কুরবান আলীর পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জনাব হযরত মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য জালালাবাদ এসোসিয়েশন ক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব শওকত আলী, উপদেষ্টা জনাব প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন সহ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব তারেক হাসান কামাল, সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল রানা সহ এসোসিয়েশনের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।জালালাবাদ এসোসিয়েশন ক্লাবের সভাপতি ও অধিনায়কের হাতে এসোসিয়েশন কাপ লীগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কুয়েত নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল জনাব মোঃ আশিকুজ্জামান। চ্যাম্পিয়ন্স কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাপও ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সভাপতি ও টিম অধিনায়ক কুরবান আলীর হাতে তুলে দেন মান্যবর রাষ্ট্রদূত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।