স্বপন রবি দাশ, জেলা প্রতিনিধি হবিগঞ্জ: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্টু ও নিরপেক্ষ করার লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পৃথক তিন জেলার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হল।ইসি জানায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ ছাড়াও চাঁদপুরের মতলব উত্তর, মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তীকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।বদলির অনুরোধ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেয়া চিঠিতে বলা হয়েছে, হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭