শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে “দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রশাসন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাজাহান মিয়া।বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়সার, থানার প্রতিনিধি সাব ইন্সপেক্টর (এস আই) আবু তালেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বাবলু মিয়া, প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাফিজা বেগম কাকলি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. বাবলু মিয়া, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোরসালিন সুলতানা মীম, অনন্যা আক্তার ও ঈসা আহমাদ আতিক। এর আগে উপজেলা পরিষদের ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। এরপর একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।