আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ
৮ ডাকাতকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। সোমবার রাত ৩ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় এই অভিযান পরিচালনা করে ডাকাত দলকে গ্রেফতার করা হয়।এ সময় ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র, ২ টি চাইনিজ কুড়াল, ৩ টি দা, ৫ টি লোহাড় রড ও রেজিষ্ট্রেশন বিহীন একটি গাড়ি উদ্ধার করা হয় ।আটকৃতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশনের চর কুকড়ি মুকড়ি গ্রামের মো. মজিবুল হকের পুত্র মো. জাকির হোসেন (৩৫), শরিয়তপুরের শখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের আলী আকবর মোল্লার ছেলে নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের ছেলে আহমেদ সবুজ (২৯), পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস (৩৯), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ: রব হাওলাদেরর ছেলে মো. শাকিল (২৩), হৃদয় হাওলাদার (২৪), চর মালিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মো. জামাল মিয়া (৩৬)।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম সুমন জানান, আটকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ চলছে । আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭