আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: প্রায় ৩ বছর ধরে চলাচলে প্রায় অনুপোযোগি হয়ে পড়েছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-গাড়ুরগাও যাতায়াতের একমাত্র রাস্তাটির। রাস্তাটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসী ধর্না দিলে বার বার প্রতিশ্রুতি দিয়েই রর স্থানীয় জনপ্রতিনিধিরা। হাসাইল-গাড়ুরগাও যাতায়াতের জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। দুর্ভোগের মধ্য দিয়েই নিত্যপ্রয়োজনীয় কাজে প্রতিদিন রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। স্থানীয়রা মনে করছেন হাসাইল-পাচগাও সীমানা সংক্রান্ত জটিলতার কারনেই রাস্তাটি সংস্কার করছেনা দুই ইউনিয়নের জনপ্রতিনিধিরা। স্থানীয় দিদার ফকির বলেন, দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন ই আমাদের কে এই রাস্তাটি ব্যবহার করতে হয়। রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হওয়াতে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। আবার একদিন ভারী বৃষ্টি আসলে ৩ মাস রাস্তাটি পানিতে তলিয়ে থাকে। রস্তাটি সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থা করে দিলে আমাদের জন্য অনেক উপকার হতো। ওই গ্রামের আরেক বাসিন্দ মো: হোসেন সরদার জানান, এই রাস্তাটির বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও উপজেলা চেয়ারম্যান কেও অবহিত করা হয়েছে। সবাই রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ৩ বছরেও রাস্তাটি সংস্কার হলোনা। রাস্তাটির সংস্কারের বিষয়ে জানতে চাইলে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য বাবু হাওলাদার জানান, রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ সাহেব কে বলেছি তিনি বলেছেন রাস্তাটি সংস্কার করা হবে।পাচগাও ইউপি চেয়ারম্যান মো: সুমন হাওলাদার বলেন, রাস্তাটির আইডিতে অন্য এলাকার নাম থাকায় রাস্তাটি সংস্কারের কাজ আমার ইউনিয়ন থেকে ধরতে পারছিনা।এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী কে বলেছি তিনি বলেছেন টেন্ডার প্রক্রিয়াধীন আছে।উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, রাস্তাটির দুই পাশে বাউন্ডারি ওয়াল নির্মান করায় বৃষ্টি আসলে পানি অন্যত্র যেতে বাধাগ্রস্ত হয়। ফলে রাস্তাটির মধ্যেই পানি জমে গিয়ে একটা সময় খানাখন্দের সৃষ্টি হয়।টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম রাজু বলেন, রাস্তাটির জন্য সড়ক দপ্তরে আবেদন করা হয়েছে অনুমোদন প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭