নিজস্ব প্রতিনিধি: সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকের মধ্যে উত্তজনা সৃষ্টি হয়।
ঈগল পাখি মার্কার কর্মী মোটরসাইকেল যোগ নির্বাচন প্রচার প্রচারণা কাজে শিহিপুর গ্রামের দিকে রওয়ানা হয় এমতাবস্থায় হঠাৎ নৌকারকর্মী মো:আরিফুর রহমান পলাশ তার দলবল নিয়ে ঈগল কর্মীদের উপর হামলা করে। এতে শিহিপুর মৃধাপাড়ার জয়নালসহ আরো দুইজনকে মারপিটসহ মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে,পরবর্তীতে নৌকার সমর্থকরা সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামলের ঈগল পাখি মার্কার অফিসের প্যানা, পোষ্টার, ছিরিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে আরিফুর রহমান পলাশের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার ব্যাপারে ঈগলের সমর্থকদের অভিযোগ সম্পর্ন মিথ্যা এবং বানোয়াট।তিনি আরও জানান ঈগলের পোষ্টারে ঈগলের সমর্থকরাই আগুন দিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও মেজিষ্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান,বিষয়টি আমরা অবগত আছি এবং আমাদের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।