নিজস্ব প্রতিবেদকঃ ‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন ছাড়া কেউ ভোট করতে পারবে না’ বলে হুমকি দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ। পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীর পক্ষে এক পথসভায় এ হুমকি দেন তিনি। এ সময় বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি সবুজ বলেন, যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো।
বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় বলে দাবি করে ছাত্রলীগ সভাপতি বলেন, পাবনা-৩ আসনে নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছি। সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণ তারা বিদ্রোহী প্রার্থী। আর তাদের বিষয়েও দল পরিষ্কার করে দিয়েছে।
এদিকে, এ বিষয়টি জানতে চাইলে পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কারো বক্তব্য পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭