মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা ) প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ০৮ নং ওয়ার্ড কলেজপাড়া (শশুর বাড়ি) থেকে নিজ বাড়ি ঠাকুরগাঁও জেলার গড়েয়ায় ফেরার পথে নতুনহাট থেকে ২০০ গজ পশ্চিমে ইমান আলীর বাড়ির সামনে স্থানে সড়ক দুর্ঘটনায় রিদয় হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রিদয় ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের গোপালপুর এলাকার মামুনুর রশিদের ছেলে। পেশায় একজন কাপর ব্যাবসায়ী। ঘটনার তথ্য অনুসন্ধানে জানা যায় গতকাল বিকেলে শশুর বাড়িতে বেড়াতে আসেন এবং রাত্রি যাপন করে আজ সকাল আনুমানিক ৯.৩০ মিনিটে শশুর বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, পথিমধ্যে নতুনহাট নামক স্থানে বিপরীত পাশ থেকে বেপরোয়া গতিতে আসা ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টর মোটরসাইকেল এ থাকা রিদয় হাসান কে চাপা দেয়। ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিদয় হাসান নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে। এলাকাবাসী জানায় এখানে অনেকগুলো ট্রাক্টর ই ভাটার মাটি পরিবহন করছে এখন এর মধ্যে কোন ট্রাক্টর টি দূর্ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায় নি। এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার মোকাদ্দেম বলেন, মামলা করা হলে এ বিষয়ে আইগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭