ঝিনাইদহ সংবাদদাতাঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যায় নির্বাচনি তফসিল ঘোষনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।তফসিল অনুয়ায়ী ৩০ শে নভেম্বর ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ,১ থেকে ৪ ডিসেম্বরের মধ্য শেষ হবে মনোনয়ন পত্র বাছাই।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ই ডিসেম্বর।প্রতীক বরাদ্ধ ১৮ ই ডিসেম্বর।নির্বাচনি প্রচারনার শেষ দিন ৫ ই জানুয়ারি ।সর্বশেষ ৭ ই জানুয়ারি ভোট গ্রহনের মধ্য দিয়ে শেষ হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।ইতিমধ্য জাতীয সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্ব,স্ব জেলার রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিলের কাজ শেষ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সহ জাতীয় পার্টি,বি এন এম,গনফ্রন্ট ও সতন্ত্র প্রার্থিরা।নির্বাচনি প্রচারণায় মাঠে নামতে ঢাকা থেকে নিজ নিজ এলাকায় আগমন উপলক্ষে প্রার্থিকে বরন করতে চলছে মোটর সাইকেল শোডাউন ও জনসমাগম।এই বিশাল জনসমাবেশ জনদূর্ভোগে পরিনত হয়েছে।সরেজমিন তদন্তে গিয়ে দেখা যায় ২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে হামদহ থেকে পায়রাচত্বর পর্যন্ত শহরের এই গুরুত্বপূর্ণ সড়কে তিব্র যানজট সৃষ্টি হয়েছে।খোজ নিয়ে জানা যায় স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঝিনাইদহ আগমন উপলক্ষে সকাল থেকেই ঝিনাইদহের সরকারি বালক বিদ্যালয় মাঠে ব্যাপক লোকসমাগমের ডাক দিয়েছেন এই প্রার্থীর কর্মি সমার্থকেরা।সে কারনেই সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতশত মোটর সাইেকেল নিয়ে জড়ো হতে থাকে বালক বিদ্যালয় মাঠে।পিকআপ ভ্যানে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে গান বাজানো হচ্ছে খেলা হবে,ট্রাক,কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানে সাউন্ড বক্স লাগিয়ে শিশু এবং কিশোররা নেচে বেড়াচ্ছে খেলা হবে।এসমস্ত কোমলমতি শিশু কিশোরদের টাকার লোভ দেখিয়ে ট্রাকের মধ্য সাউন্ড বক্স দিয়ে নাচিয়ে সড়কে তিব্র যানজট সৃষ্টি করে জনগনকে দূর্ভোগে ফেলে কি খেলা হবে।এটা কি খেলার আলামত সে বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছে এই জেলার সকল শ্রনীর মানুষের মধ্য।নির্বাচনি শোডাউনকে ঘিরে সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি করে জনদূর্ভোগের কারনে নির্বাচনি আচরনবিধি লঙ্ঘন হয় কিনা এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব এস এম রফিকুল ইসলামের নিকট থেকে জেনে নিলে ভাল হয়।জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারকে আচরনবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার ফোনে চেষ্টা করা হলেও রিসিভ হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭