ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

গ্রাহক কে দেড় ঘন্টা দাড় করিয়ে মোবাইলে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা


ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাবু হাওলাদার নামের এক ইউনিয়ন পরিষদের সদস্য কে প্রায় দেড় ঘন্টা দাড় করিয়ে রেখে ব্যাংকের ডেস্কের ভেতরে মোবাইলে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা। সোনালী ব্যাংক এর টঙ্গীবাড়ী শাখার ওই কর্মকর্তার নাম আসাদুজ্জামান বিদ্যুৎ। তার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ থাকলেও এখনো কতৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকা গ্রাহক বাবু হাওলাদার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় সাংবাদিক।

ভুক্তভোগী বাবু হাওলাদার বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের বিল উত্তোলন করতে পিআইও অফিস থেকে দেওয়া রশিদ টি সোনালি ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুৎ এর কাছে জমা দেই। প্রায় দেড় ঘন্টা সময় অতিবাহিত হলেও তিনি আমার চেক না দিয়ে মোবাইলে গেম খেলছিলেন পরে উনাকে ভালো ভাবে বললাম ভাই আমার চেক টা দেন, উনি আমার উপর ক্ষীপ্ত হয়ে বলে আপনার বিলের রশিদ জমা নাই। পরে আমি বললাম আপনার কাছেই তো জমা দিছি ভালো করে দেখেন। পরে রশিদ খোজাখুজি করে তার সামনে থাকা একটি ঝুড়িতে দেখতে পান। পরে আমি উনাকে বললাম আপনার বেখেয়ালির কারনে আমাকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। এ সময় ওই কর্মকর্তা আমার সাথে রাগারাগি করে বলেন তুই আরো এক ঘন্টা দাঁড়িয়ে থাক। পরে বিষয়টি ব্যাংকের ম্যানেজার কে বললে তিনি এসে আমার টাকা দেন।

অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুৎ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিভাবে যে একটা রশিদ পরে গেছে সেটা দুজনের কেউ বুজতে পারি নাই। উনার হাতের থেকে পরছে নাকি আমার হাতের থেকে পরছে সেটাও সিউর না কিন্তু বাবু হাওলাদার আমার সাথে রেগে যায়। আমাদের ম্যানেজার এসে বিষয়টি মিমাংসা করে দেয়।

এ বিষয়ে সোনালী ব্যাংক টঙ্গীবাড়ী শাখার ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, অভিযোগ পেয়ে আমি ওই কর্মকর্তা কে সতর্ক করেছি পরে ওই কর্মকর্তা দু:খ প্রকাশ করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।