শহীদুল ইসলামঃ গাইবান্ধায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এখানে প্রায় ২৯ হাজার ৫০৭ জন বেশি থাকা নারী ভোটারের মন জয় করতে নানা প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে হাজির হচ্ছেন প্রার্থী ও তাদের নেতা কর্মীরা।
বুধবার (২০ ডিসেম্বর) গাইবান্ধা জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, গাইবান্ধার সংসদীয় ৫টি আসনে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট ভোটার ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ১১ হাজার ৫৮৫ জন, নারী ১০ লাখ ৪১ হাজার ৯২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২১ জন। এ হিসেবে থেকে পুরুষের চেয়ে নারী ভোটার ২৯ হাজার ৫০৭টি বেশি রয়েছে।জানা যায়, পুরুষের চেয়ে গাইবান্ধা-১ আসনে নারী ভোটার বেশি ৫ হাজার ১৩৯, গাইবান্ধা-২ আসনে ৭ হাজার ৫৩৭, গাইবান্ধা-৩ আসনে ৯ হাজার ১৮৭, গাইবান্ধা-৪ আসনে ৫ হাজার ৯৯০ ও গাইবান্ধা-৫ আসনে ১ হাজার ৬৫৪ জন নারী ভোটার বেশি রয়েছে।সরেজমিনে দেখা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের কার্যবিধি অনুযায়ী ইতোমধ্যে ওইসব আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণায় ভোটের মাঠে নেমেছেন। বিশেষ করে তরুণ ও নারীদের কাছে ভোট প্রার্থনা পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। এবার গাইবান্ধার ৩টি আসনে নৌকার পরাজয় নিশ্চিতকরতে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ জয়ের লক্ষে মরিয়া হয়ে উঠেছেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, জেলার ৫টি আসনে ৭টি উপজেলার ৮১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৬৪৬টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ওই সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি নিচ্ছেন।