ফখরুল ইসলাম বিপ্লব, আন্তর্জাতিক প্রতিনিধিঃ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে অভিষেক হয়েছে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত’ এর নবগঠিত কমিটির। অভিষেক অনুষ্ঠানটি সিলেটবাসীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।এসোসিয়েশনের সভাপতি জনাব আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীসহ কমিটির নেতাদের পরিচিতি পর্ব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার দেশটির স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে। এতে ঢাকা থেকে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা শাখার সভাপতি জনাব সি.এম কয়েস সামি। প্রধান বক্তা হিসেবে ছিলেন এসোসিয়েশন ঢাকা শাখার সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, উপদেষ্টা আলিম উদ্দিন, প্রবাসী সংগঠক সিকান্দর আলী, হুসেন মোহাম্মদ আজিজ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মাহফুজুর রহমান, ফয়েজ কামাল, শামছুল হক, শাহ নেওয়াজ নজরুল, কামরুজ্জামান টিটু, মোহাম্মদ ইসমাইল, জাফর আহমদ, বেলাল হোসেন, ফরিদ উদ্দিন, বেলাল উদ্দিন সহ কুয়েতে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন এসোসিয়েশন কমিটির সাথে সংশ্লিষ্ট জনাব আবুল কালাম আজাদ, সাংবাদিক আ হ জুবেদ, মোঃ শহিদ খান, মোঃ সেলিম, সুমন আনসারি, শিব্বীর আহমদ, নুরুল হোসেন সহ অসংখ্য বৃহত্তর সিলেটের নেতৃবৃন্দ।উল্লেখ্য, সিলেট অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় 'জালালাবাদ এসোসিয়েশন' স সামাজিক সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’। বর্তমানে বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশে এই সংগঠনের শাখা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭