নয়ন আলী কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বুধবার সন্ধ্যায় আলোচনা সভা ও মাদক বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের মেয়ে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেরিন মুনজারিন রত্না, কালিয়াকৈর প্রেসক্লাবেব নির্বাহী সভাপতি সরকার আব্দুর আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদি, যুবলীগ নেতা মাসুদ পারভেজ, সাইদ সরকার প্রমুখ। পরে স্কুলের খুদে শিক্ষার্থী ও সুরমেলা একাডেমির সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।আয়োজকরা জানান, মাদক বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে ও সচেতন করতে এ আয়োজন করা হয়েছে।