

মাহফুজুল হক: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষে আগামীকাল সারা দেশব্যাপী বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ পালনের আহ্বান জানিয়ে কমলাপুর স্টেডিয়াম থেকে সাদেক হোসেন খোকা সড়ক পর্যন্ত ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের মশাল মিছিল করেছে।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক পাভেল শিকদার,সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, বংশাল থানা ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান দিপু, সদস্য সচিব মান্নান হীরা, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন, ওয়ারী থানা ছাত্রদলের আহবায়ক তোকির আহমেদ হৃদয়, সদস্য সচিব নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম, সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সানাউল্লাহ, সূত্রাপুর থানা ছাত্রদলের আহবায়ক হিমেল, সদস্য সচিব সাইফ আহমেদ হিমু, যাত্রাবাড়ি থানা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন, কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আকাশ মাহমুদ সহ বিভিন্ন থানা এবং কলেজের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭