ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

সাঘাটা উপজেলা জাতীয় পার্টির নেতা সহ পাঁচ শতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগদান


ডিসেম্বর ৭, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদঃ  গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয় পার্টির ৪ নেতাসহ ৫ শতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগ দিয়েছেন।বুধবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের একান্ত সহকারী তারিকুজ্জামান। তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় নেতা অলিউর রহমান অলিদ, আহসান হাবিব রোজ, রফিকুল ইসলাম বাদল ও মোজাফফর রহমানের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। তিনি জানান, যোগদান অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি মাহমুদ হাসান রিপন। তিনি জানান, বুধবার (৬ ডিসেম্বর) গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় নেতা অলিউর রহমান অলিদ, আহসান হাবিব রোজ, রফিকুল ইসলাম বাদল ও মোজাফফর রহমানের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মন্ডল, সাঘাটা উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন (টিটু) ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।