ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

মোটরসাইকেল নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১


ডিসেম্বর ২৬, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জঃ  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বলই সড়কে নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ শে ডিসেম্বর ) রাত সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার বালিগাঁও বাজার হতে আলু ভর্তি একটি নসিমন টঙ্গীবাড়ি দিকে যাচ্ছিল আর টঙ্গীবাড়ি হতে একটি মোটরসাইকেল ২ জন আরোহী সহ বালিগাঁও দিকে যাচ্ছিল। এ সময় বলই চান্দের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক সাইদ ভূঁইয়া (৪৫) ও নসিমন আরোহী স্বপন( ৪০) ঘটনাস্থলে মারা যায়। নছিমনের অপর আরোহী হানিফ গুরুতর আহত হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত সাঈদ ভূঁইয়া লৌহজং উপজেলার বন সেমন্ত গ্রামের আলী মুহাম্মদ ভূইয়ার ছেলে। অপর নিহত স্বপন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তবলি এলাকার চর প্রসন্ন নগর গ্রামের এনায়েত মিয়ার ছেলে।এ ব্যাপারে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস নাহার বলেন , সড়ক দুর্ঘটনায় দুজন আমাদের হাসপাতালে আনার আগেই মারা গেছে। অপর আহত একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে‌।এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মোল্লা সোহেব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছে তাদের মরদেহ টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।