মাহফুজুল হক: অবরোধের ২য় দিনে লালবাগে মিছিল বের করেছে বিএনপি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ এর নেতৃত্ব সকাল ৭টায় মিছিল বের হয়। মিছিলে অবরোধ সফল করুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মাফিয়া সরকারের পদত্যাগ দাবীতে স্লোগানে মুখরিত ছিল।
উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সোহেল আহমেদ রানা, সহ-শ্রম সম্পাদক মইনুল হিটৃ, চকবাজার থানা যুবদলের আহবায়ক সাবা করিম লাকী,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইজউদিন মাইজু, ২৫ নং ওয়ার্ড যুগ্ন সম্পাদক তানভীর সেন্টু,দেলোয়ার হাকিম বিপ্লব বিএনপি নেতা রাজু সিকদার, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, যুবদল নেতা রাসেল দেওয়ান,মোঃ শাজাহান ও লালবাগ থানা ছাত্রলের সদস্য সচিব ফজলে হোসেন রাব্বী, মোঃ সুমন, রাজিকুল হাসান বাবু,মোতালেব আহমেদ,জহির উদিন সহ শতাধিক নেতাকর্মী।