মো: মাহফুজুল হক: বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে মিরপুর-১০ এ মিছিল করেছে কৃষকদল ঢাকা মহানগর উত্তর। মিছিলটির নেতৃত্ব দেন কৃষকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু। আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অলোক বসু, যুগ্ম আহবায়ক মো: মোকলেছুর রহমান(ভিপি), বাবুল মিয়া, সেলিম মিয়া, জহিরুল, মো শহিদ, মো: আলিম, এনামুল, রাজ্জাকসহ শতাধিক কর্মীবৃন্দ। এছাড়া কাফরুল থানা কৃষকদলও হরতালের সমর্থনে মিছিল করেছে।
এদিকে সকালে মতিঝিলে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদল। মিছিলে উপস্থিত ছিলেন আহবায়ক মোঃ কামাল হোসেন, সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন সিকদার, যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, যুগ্ম আহবায়ক সামসু মাস্টার, যুগ্ম আবায়ক রবি তালুকদার, লালবাগ থানা কৃষকদলের আহবায়ক জয়নাল হোসেন, কৃষকনেতা মিজানুর রহমান, মুগদা থানার ৬নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক আবুল কালাম সহ শতাধিক কর্মীবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭