স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন কেন্দ্রীয় যুব লীগের কার্য নির্বাহী সদস্য দেওয়ান মোহাম্মদ সাহেদ গাজী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় তিনি বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে এবং এলাকার জনগণের জোড়ালো দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আর ও বলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সর্ব সাধারণের সঙ্গে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক প্রাক্তন এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেবের সন্তান হিসেবে এর আগেও আমার বড় ভাই দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী এই আসনের সংসদ সদস্য হিসেবে কাজ করে গেছেন। আমিও প্রাক্তন এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেবের সর্বকনিষ্ঠ সন্তান দেওয়ান মোহাম্মদ সাহেদ গাজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বসাধারণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি। এই প্রতিবেদককে তিনি আরও বলেন, আমার বাবা দেওয়ান ফরিদ গাজী সাহেব মৃত্যুর আগে বলে গেছেন বাবারে আমার নবীগঞ্জ বাহুবালবাসীর খেদমত করো তোমরা , এলাকার লোকজন যেভাবে ইজ্জত করে তোমরাও সেভাবে ইজ্জত করো। এলাকার জনগণের কথা চিন্তা করে আমি নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এসময় তিনি মানুষের কাছে দোয়া কামনা করে নির্বাচনে ভোট দেওয়ার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭