উপজেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে ২৯ গাইবান্ধা- ১ সুন্দরগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার সুুন্দরগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন নয় জন আওয়ামীলীগের সদস্য। তাদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীকে নৌকা প্রতীক পেয়েছে । একটা লম্বা সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭