শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ চার সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতার মুৃরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয়, কালো পতাকা উত্তোলন, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, প্রচার সম্পাদক আখতারুজ্জামান শাকিল আকন্দ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জামিউল আনছারী লিংকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রতন মিয়া, আসাদুজ্জামান নুর, সুমন মিয়া প্রমূখ। শেষে দোয়া পরিচালনা করেন পৌর বাজার জামে মসজিদের পেশ ইমাম সৈয়দ মাহমুদ হাসান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭