সাগর আহম্মেদ নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঝুমুর সরকার (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্যাপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।ঝু্মুর সরকার হবিবুল্যাপুর গ্রামের উৎপল সরকারের স্ত্রী ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের বেলকা গ্রামের (মাস্টারপাড়া) বিমল চন্দ্র সরকারের মেয়ে।
এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এটি হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে প্রশ্ন জেগেছে। অপরদিকে, উৎপলের পরিবারের দাবি ঝুমুর সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ঝুমুরের পিতার পরিবারে নানা সন্দেহের দানা বেঁধেছে বলে জানা গেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, ঝুমুর নামের এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।