ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলা গ্রাম বসুরহাট এই আসুরহাট এখন পাখির গ্রাম বলে পরিচিত এখানে অনেক প্রজাতির পাখি দেখা যায় এবং দেখা যায় পর্যটক এর ভিড় অনেক দূর দূরান্ত থেকে পাখি দেখতে ঝাকে ঝাকে লোক আসে এই পাখি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এই গ্রামের লোক নিজেরাই নিজের অর্থায়নে একটি ঘর এবং বসার স্থান করেছে কিন্তু কিছু কুচক্রি মহল এই পাখি রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে বিশেষ করে শামুক ভাঙ্গা নামের এই পাখিটা চার থেকে ছয় কেজি ওজন হয় এতে করে এই কুচক্রী মহল অনেক টাকা বিক্রয় করতে পারে তাই দিনে দিনে এই পাখি কমে আসছে এবং এই পাখিগুলো যে স্থানে থাকে সেই গাছগুলি মালিকাধীন গাছ এই মালিকেরা গাছগুলি কেটে ফেলছে তাই এই পাখির থাকার স্থানের সংকট তাই এই পাখি মানুষের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে এ বিষয়ে এই কমিটির যিনি প্রধানভূমিকায় আছে মোঃ আব্দুর রাজ্জাক সে বলে আমি আর কয়েকদিন বাঁচবো এই পাখি রক্ষণাবেক্ষণ আমি বেশিরভাগ করে থাকি এবং আমি আমার গ্রামের কিছু লোক নিয়ে রাতে পাহারা দেই এর মাঝে একটা চক্র কে হাতেনাতে ধরি এবং পুলিশের কাছে হস্তক্ষেপ করি কিন্তু তারপর এই কুচক্রী মহল থেমে নেই তারা তাদের মত চেষ্টা করে যাচ্ছে আমি এ বিষয়ে কার কাছে বলব তাই আমার সরকারের কাছে বিনীত অনুরোধ এই স্থানে পাখিগুলোর স্থায়ী নিরাপত্তা চাই সে আরো জানান যদি দুটো গ্রাম পুলিশ নিয়োগ দেয় তার সাথে আমরা থাকবো আমরা তো দিনের কাজ করি রাত্রে দেখতে পারি কিন্তু এই কুচক্রী মহল দিনেও পাখি ধরার চেষ্টা করে এ বিষয়ে ওই কমিটির আরো একজন ব্যক্তির সাথে কথা হয় তার নাম মোঃ সফর আলী গণমাধ্যমকে জানান আমাদের সরকার কোন বেতন দেয় না কিন্তু আমরা পাখিদেরকে অনেক ভালোবাসি তাই নিজের থেকেই চেষ্টা করি পাখিদের রক্ষা করার আরো একজন ব্যক্তির সাথে গণমাধ্যমের কথা হয় তার নাম মোঃ আজাদুর রহমান সে বলেন আমরা রাত একটা দুইটা পর্যন্ত ডিউটি করি আমাদেরও তো দিনে কাজ করতে হয় আমরাও গরিব মানুষ এ বিষয়ে সরকারের কাছে আকুল আবেদন সরকার যেন এই পাখিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই গণমাধ্যমদেরকে দেখে এলাকাবাসী এগিয়ে আসেন সবার একটাই দাবি এই পাখির একটা নিরাপত্তা করার দরকার তাই আমরা সবাই মিলে আকুল আবেদন জানাই যেন এই পাখির একটা নিরাপত্তা সরকার দেয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭