ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

শিমুল বিশ্বাসকে না পেয়ে ছোট ভাইকে গ্রেফতার


নভেম্বর ১৪, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাসকে না পেয়ে তার ছোট ভাই সহিদুর রহমান বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পাবনা থেকে তাকে আটক করা হয়। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না।শিমুল বিশ্বাস গণমাধ্যমকে জানান, সোমবার গভীর রাতে তার পাবনার বাসভবনে পুলিশ অভিযান চালায়। এ সময়ে তাকে না পেয়ে তার বয়স্ক মাকে ঘুম থেকে ডেকে তোলে। পরিবারে প্রত্যেক সদস্যের ঘর তল্লাশি করে ভীতি সৃষ্টি করে পুলিশ। গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আহত হন শিমুল বিশ্বাস। এখনও তিনি ঢাকায় চিকিৎসাধীন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।