স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত। এতে গুরুতর আহত হয়েছেন সিএনজির দুই যাত্রী। গত বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহত সিএনজি চালকটি হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষনডোরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮) এবং আহতরা হলেন, মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই এলাকার ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান, সিলেট থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এতে সিএনজির চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। এসময় আশংকাজনক অবস্থায় সিএনজি চালককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অপর দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুইয়া।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭