বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, 'রওশন এরশাদের নেতৃত্বে আমরা নির্বাচনে অংশ নেবো। এ জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। '
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি এ কথা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানাই উল্লেখ করে তিনি বলেন, 'জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং একটি নির্বাচনমুখী দল। এ জন্য সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ২৬ জন সংসদ সদস্যের মধ্যে ২১ জন আমাদের সঙ্গে আছেন। তারা সবাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন। '
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, 'জি এম কাদের এবং উনার সঙ্গীরা নির্বাচনে অংশ নেবেন কিনা বলতে পারছি না। তারা ভালো বলতে পারবেন। এখনও এ বিষয়ে আমাদের কিছুই জানাননি তারা। তারা যদি নির্বাচনে অংশ নাও নেন, তাহলেও আমরা অংশ নেবো। দুই-তিন দিনের মধ্যে দলীয়ভাবে বিষয়টি জানানো হবে। '
তবে মসিউর রহমানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর মহানগরের সভাপতি, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, 'রওশন এরশাদ জাতীয় পার্টির নীতিনির্ধারণী পর্যায়ের কোনও নেতা নন। আর মসিউর রহমান দল থেকে বহিষ্কৃত। তার বক্তব্য দলের নয়। '
দলগতভাবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা জানতে চাইলে সিটি মেয়র বলেন, 'ঢাকায় দলের কেন্দ্রীয় কমিটির সভায় দেশের বিভিন্ন জেলা-উপজেলার ৯৫ শতাংশ শীর্ষ নেতা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন। তারা এও বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারপরও দলীয়ভাবে জাপা চেয়ারম্যানকে নির্বাচনে অংশ নেওয়া এবং না নেওয়ার বিষয়ে একক ক্ষমতা দিয়েছেন দলের নেতারা। তাই দলীয়ভাবে তিনি যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেবো। '
রওশন এরশাদ দলের নীতিনির্ধারণী পর্যায়ের কোনও নেতা নন, কাজেই তিনি দলীয় সিদ্ধান্ত দিতে পারেন না উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, 'মসিউর রহমান দল থেকে বহিষ্কৃত। কাজেই জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে রওশন এরশাদ অথবা মসিউর রহমান দলীয় কোনও সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখেন না। তাদের কথার কোনও মূল্য নেই। দলের সিদ্ধান্ত দেবেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সারা দেশে দলের ৯৯ দশমিক ৯ শতাংশ নেতাকর্মী জি এম কাদেরের সঙ্গে রয়েছেন। '
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭