মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের তথ্য প্রযুক্তি ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক আপন সরদাররের পিতা মো: কাশেম সরদারের মৃত্যুতে মরহুমের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় মরহুমের পরিবারের সদস্য সহ জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ। মিলাদে সাংবাদিক আপন সরদার তার পিতা ও পরিবারের জন্য সবার নিকট দোয়া চান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান,সহ সভাপতি গোলজার হোসেন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক মইনউদ্দিন সুমন, বর্তমান দপ্তর সম্পাদক মাসুদ রানা, কার্যকারী সদস্য আব্দুস সালাম, সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক জুয়েল রানা, টঙ্গীবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ব,ম শামীম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মরহুম কাশেম সরদার। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭