ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কায় নিহত-২, আহত-৭


নভেম্বর ১৭, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কায় ২যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৭যাত্রী। শুক্রবার(১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকা মুখী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, সকালে পদ্মাসেতু হয়ে ঢাকার অভিমুখে যাচ্ছিলো ঢোলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে বেলা ৭টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালি পৌছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় দ্রুত গতির বাসটি সড়কে ব্যারিকেড ও আইল্যান্ডে সজড়ো ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। মুমূর্ষু অবস্থায় ৩যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হলে ২জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। দূর্ঘটনায় আহতদের মধ্যে পূরবী রায়(২৬), জাহিদ হাসান(২৮), দ্বীপ হাওলাদার (২৪), একরাম (৩৩), রাখি (২৩) সহ ৬যাত্রী স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।এদিকে দূর্ঘটনার পর এক্সপ্রেসওয়ে ঢাকামুখি লেনে যানচলাচল বন্ধ রয়েছে। পাশের সার্ভিস সড়ক দিয়ে যাতায়াত করছে যানবাহন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।