মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে গিয়েছে। দুর্ঘটনায় আব্দুর রব (৬৫) নামের ১পথচারী নিহত-১ আহত সহ অন্তত-১৫যাত্রী আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ৮টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকায় এদূর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে ফায়ারসার্ভিস। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। নিহত আব্দুর রবের বালি গজারিয়া উপজেলার বালিয়াকান্দি গ্রামে।
গজারিয় উপজেলা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, সকালে কুমিল্লা থেকে ৩০-৩৫জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন নামের বাসটি ঢাকার অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে ভাটেরচর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তা পাশে হাটতে থাকা বৃদ্ধ পথচারী আব্দুর রবকে চাপা দিয়ে পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। বাসে থাকা একযাত্রী পা বিচ্ছিন্ন সহ আশংকাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়। বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে।
ভবেরচর হাইওয়ে ফাড়ির ইনচার্জ হুমায়ুন কবির ইনচার্জ জানান, নিহত আব্দুর রব মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলো এসময় বাসটি টাকা চাপা দেয়। চালক নিয়ন্ত্রণ হারানোর কারনেই দুর্ঘটনা ঘটেছে। বাস উদ্ধারে চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭