স্বপন রবি দাস, জেলা প্রতিনিধি হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ শে নভেম্বর)রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা'র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ০১হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
ইয়াবা ও মাদক মামলার গ্রেফতারকৃত আসামিরা হলেন, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের তারন আলীর পুত্র আশরাফ আলী (৩৮) ও আমিন খান এর পুত্র মজিদ মিয়া (৩৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের আবু মিয়া'র পুত্র বাবুল মিয়া (২৮)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭