সাগর আহম্মেদ নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুস সোবহান আকন্দ করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাত পা বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে ভর্তি আছেন।আজ সকালে করতোয়া এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় উঠতে গিয়ে তিনি হাত পিছলে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা আশংকা জনক।ট্রেন দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিষয়টি নিশ্চিত করেছেন (স্টেশন মাস্টার) মোহাম্মদ সোহাগ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭