আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ ২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর )বিকাল ৩ টার দিকে টঙ্গীবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মু: রাশেদুজ্জামান এর কাছে এই মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ ২ আসন ( লৌহজং-টঙ্গিবাড়ী ) উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে টানা ষষ্ঠবারের মত এবারো দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সংদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। ২০০৮ সালের প্রতিদ্বন্দীতাপূর্ণ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান সিনহাকে হারিয়ে মুন্সীগঞ্জ ২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সাগুফতা ইয়াসমিন এমিলি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৪ এবং ২০১৮ সালেও শক্ত কোন প্রতীদ্বন্দী ছাড়াই আওয়ামী লীগের টিকিট পেয়ে নির্বাচনী বৈতরণী পার হন এমিলি। টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকায় এলাকায় বাড়তি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন তিনি।
সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ভালো অবস্থানে রয়েছেন বলে মনে হলেও শেষ পর্যন্ত এমিলিকেই বেঁছে নেয় আওয়ামী লীগ। ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মাহবুবে আলম মারা গেলে এলাকায় তার প্রতিদ্বন্দী একেবারেই শূণ্য হয়ে পড়ে। এমিলি প্রথম ১৯৯৬ সালে প্রথম সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনীত হয়েছিলেন।
২০০১ সালে মুন্সীগঞ্জ ২ আসন থেকে এমিলিকে আওয়ামী লীগ মনোনীত করলেও বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহার বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি। ২০০৮ সালে মোট ভোটের ৫৩ শতাংশ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহাকে হারিয়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এমিলি। ২০১৪ সালে বিএনপি ভোট বর্জন করলে স্বতন্ত্র প্রার্থী মাহবুব উদ্দিন আহমেদকে হারিয়ে প্রায় ৯৪ শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সাগুফতা ইয়াসমিন এমিলি। ১৯৯১, ১৯৯৬ ফেব্রুয়ারি (ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন), ১৯৯৬ জুন (সপ্তম) জাতীয় সংসদ নির্বাচন) ও ২০০১ সালে আসনটি বিএনপির দখলে ছিলো।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান বলেন, বিকেল তিনটার দিকে নৌকা প্রতীকের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত তিনি একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭